স্থানীয় সংবাদ

কাদাকাটি ইউপির প্রশাসক রফিকুল ইসলামকে বিএনপি নেতাকর্মীর সংবর্ধনা

বাবুল হোসেন, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসক রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সংবর্ধনার আয়োজন করে। ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় সংবর্ধিত অতিথি নবাগত প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন আমাকে পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আমি সঠিক ভাবে কাজ করতে চাই। অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখতে হবে। আমি মেম্বরদের সাথে আগে বসব। আপনি নেতা হন আর যেই হন আপনাকে নীতি মেনে আসতে হবে। আপনি যতবড় নেতা হন আর যাই হন নীতির বাহিরে কোন কাজ করতে পারবনা। অনুণ্ঠানে কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জহির উদ্দিন রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক আছাফুর রহমান ডাবলু, সাবেক যুগ্ম আহবায়ক বদলুর আলম, সাবেক ছাত্র নেতা মাস্টার একরামুল ইসলাম, ইউপি সদস্য ও ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা একরামুল হক মোড়ল, যুবদলের আহবায়ক করিম সানা, সিনিয়র যুগ্ম আহবায়ক আজগর আলী, কৃষক দলের সদস্য সচিব সাহেব আলী, ছাত্রদল নেতা মোজ্জাকের হোসেন, আল-মামুন, আবদুল্লা, মিঠু, হাবিবুর, মোসলেম, হেলাল, মনিরুল প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি নেতা মো. জহির রায়হান এর নেতৃত্বে ফুলেল শুভেচছা ও মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০ জন অনাস্থা জ্ঞাপন করেন। এ সংক্রান্ত অভিযোগ পত্র বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের কাছে করা হয়। জেলা প্রশাসক এক পত্রে পরিষদকে সচল রাখা সহ জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ আগস্ট ২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭,৯৯,০০৪৪ ১৬-৬৮৪ নং পরিপত্রের ৩য় নং অনুচ্ছেদের আলোকে উপজেলা সমাজ সেবা অফিসারকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button