স্থানীয় সংবাদ

ধর্মের নামে কেউ যেন বিভেদ সৃষ্টি না করে : শফিকুল আলম মনা

স্টাফ রিপোর্টার ঃ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানিয়ে শফিকুল আলম মনা বলেন, “ধর্মের নামে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে। আমরা মুসলমান, আমরা জানি শিরক অমার্জনীয় পাপ—তাই বিভ্রান্তি নয়, ঐক্য ও ন্যায়ের পথে চলতে হবে।”বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা।দেশনায়ক তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে বৈষম্য, নির্যাতন ও অবিচার থাকবে না তিনি বলেন,“তারেক রহমান এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না থাকবে সমতা, গণতন্ত্র ও মানবিকতার নিশ্চয়তা।”মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ১৬ ও ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মনা আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই দেশের চলমান পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব। তিনি জনগণের ওপর আস্থা রাখেন-গণতন্ত্রে প্রত্যাবর্তন ঘটলে দেশের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছাবে, প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটবে।” তিনি জানান, তারেক রহমান ‘হেলথ কার্ড’ কর্মসূচির মাধ্যমে জনগণের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটানোর পরিকল্পনা নিয়েছেন। এই কার্ডের মাধ্যমে দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করলে অর্ধেক ব্যয় সরকার বহন করবে এবং বাকি অংশ রোগী নিজে পরিশোধ করবেন। জনগণের মৌলিক চাহিদা-আবাসন, খাদ্য, শিক্ষা ও চিকিৎসা-নিশ্চিত করতেই তারেক রহমানের এই উদ্যোগ। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেক ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিটি দোকান, প্রতিটি মসজিদ, প্রতিটি পাড়া-মহল্লায় যেতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে মাঠে থেকে, পাশে থেকে।” খুলনা মহানগর বিএনপি সভাপতি আরও বলেন, “আজকের নতুন প্রজন্ম দেশের প্রকৃত ইতিহাস জানে না। তাই তরুণ প্রজন্মের মধ্যেই গণতন্ত্র ও জাতীয়তাবাদের চেতনা ছড়িয়ে দিতে হবে। যারা বিএনপির আদর্শে বিশ্বাসী, তারা যেন জনগণের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করে তুলেন।” কর্মীসভা উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসীর আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, আতিকুর রহমান বিশ্বাস, মো. মিরাজ হোসেন, তসলিম রেজা তানিম, ইবাদুল ইসলাম, মনজুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, আসাদুজ্জামান মিঠু, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব রাকিবুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌরভ হাওলাদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ তারিক, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম সজল, আব্দুল্লাহ আল মামুন, মাসুম বিল্লাহ, ফরিদ গাজী, ফয়সাল আমিন দীপ, রিপন শিকদার, ইব্রাহিম তালুকদার নয়ন, ফজলু মোল্লা বাবু, ফুয়াদ হাসান, আশরাফুজ্জামান আশরাফুল, ইজাজ শেখ ও হাসান মুন্সি। এছাড়া সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সালামসহ ওয়ার্ড ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীসভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button