স্থানীয় সংবাদ

হাজার শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজের ঠাঁই নাই : মাওলানা আবুল কালাম আজাদ

# ৪ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না। সন্ত্রাস থাকবেনা, নিয়োগ বাণিজ্য থাকবে না। তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের জায়গা দখল হবে না। দূর্নীতি থাকবে না, কোন জুলুম নিপীড়ন হবে না। সেজন্য ন্যায় ও ইনসাফের প্রতীক “দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর নতুন কাউকে ফ্যাসিবাদ হতে দেয়া যাবে না। কারণ ছাত্র-জনতা জেগে উঠেছে। কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করলে ছাত্র-জনতা ফের রাজপথে নেমে আসবে। হাজার শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত। বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজের ঠাই নাই। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়–লী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য মাওলানা শেখ কামাল হোসেন ও প্রভাষক আব্দুল মোমিন সানা, পাইকগাছা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস কে মহিববুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ বায়তুলমাল সেক্রেটারি মো. আকবার হোসেন। অন্যান্যের মধ্যে ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি শেখ নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মোমিন মোড়ল, সহকারী সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম ও মো. আলমগীর হোসেন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মো. মোর্তাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি আফিল উদ্দিন সানা, রাড়–লি উপ শাখার ছাত্রশিবির সভাপতি শেখ শাহরিয়ার নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘দেশের মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এজন্য প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।’ তিনি বলেন, জনগণ এমন নেতৃত্ব চায়। যারা তাদের কথা শুনবে, তাদের পাশে দাঁড়াবে এবং উন্নয়নের প্রকৃত স্বাদ পৌঁছে দেবে। আর সে কাজটি করতে হলে, আমাদের প্রথম করণীয় হলো-জনসংযোগ জোরদার করতে হবে, পাড়া-মহল্লায়, ঘরে ঘরে আমাদের যেতে হবে। মানুষকে বোঝাতে হবে, আমরা কী করতে চাই, কী করছি, আর আগামীতে কী করব। জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button