স্থানীয় সংবাদ

পিআর পদ্ধতির ভিত্তিতে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ৭ নং ওয়ার্ডে স্থানীয় ভোটার প্রতিনিধি সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, সংস্কার ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অংশ গ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন। স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশ গ্রহণে নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ‘গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী নির্বাচনে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে খুলনা-৩ আসনের খালিশপুর থানার ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ভোটার প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী কার্যালয় চত্বরে ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সরকারি বি এল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হযরত আলী। অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, মো. মালেক হোসেন, বাবুল হাওলাদার, সিয়াম হোসেন, আবু তাহের, আল আমিন, ডা. সোহেল, নূর আলম বাবু, ডা. মনির, শ্রমিক নেতা বিপ্লব হোসেন, তানভীর রহমান, ছাত্রশিবির নেতা মো. রাকিব হোসেন, জি এম রায়হান, মো. সিয়াম, মো. সাদ প্রমুখ বক্তব্য রাখেন।
মহানগরী আমীর আরও বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনের জন্য সবাইকে কাজ করতে হবে।” তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে তার আগে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত নির্বাচনে দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার উদ্দেশ্য শুধু রাজনৈতিক অর্জন নয় বরং ইসলামী হুকুমতের মাধ্যমে সমাজে ন্যায্যতা, সততা এবং নৈতিকতার ভিত্তিতে পরিবর্তন আনা সম্ভব। যারা শুধুমাত্র দুনিয়াবী স্বার্থে এই দলে আসেন, তাদের জন্য এটি সঠিক জায়গা নয়। সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি এবং নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করাই এ দলের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button