বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দিন হত্যাকা-ে জড়িত দুই সন্ত্রাসী ঢাকা থেকে গ্রেফতার

# ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা শহরে নিজ দলীয় সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা সংবাদ কর্মী এএসএম হায়াত উদ্দিন হত্যাকান্ডে জড়িত দুই সন্ত্রাসীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ ওমর ফারুক ইমন হাওলাদার (২৫) ও মোঃ আশিকুল ইসলাম আশিক (২৫)। এরা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোপালকাটি এলাকার বাসিন্দা। গত শুক্রবার এ হত্যাকান্ডের পর বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল ঘাতকদের আটকে অভিযানে নামে। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানকারীরা রবিবার রাতে ঢাকার আশুলিয় থানার পল্লি বিদ্যুৎ এলাকার “নিউ গোল্ডেন সিটি” আবাসিক হোটেলের ৪র্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে দুই আসামিকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা হত্যাকান্ডের নেপথ্য কাহিনী ও হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে বলে বাগেরহাট পুলিশ অফিস জানায়। চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ¯েœহাশিস দাস বলেন, গ্রেফতার হওয়া দুই আসামী সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এজাহারনামীয় সহ বাকী আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট জেলা শহরের উত্তর হাড়িখালী এলাকায় নিজ বাড়ীর সামনে বিএনপি নেতা সংবাদ কর্মী এএসএম হায়াত উদ্দিন কে প্রকাশ্য জনসম্মুখে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকা-ের দুই দিন পর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম পরিচয় উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহার নামীয় কোন আসামীকে গ্রেপতার করতে পারেনি পুলিশ।