খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান : মামলা

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নি¤েœাক্ত কার্য সম্পাদন করা হয়। খালিশপুর হার্ডবোর্ড মিলগেট এলাকায় ফারুক ফ্লাওয়ার মিলস বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত আটা ও ভুষি পণ্য উৎপাদন ও বিএসটিআই’ র লোগো ব্যবহার করে বাজারজাত করায়-বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ও নিউ খাজা ফুড ইন্ডাস্ট্রিজ ফ্লাওয়ার মিল প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স নিয়ে সঠিকভাবে ব্যবসা করায় কোনো মামলা করা হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।নিরাপদ ও মানসম্মত খাদ্য সামগ্রী জনসাধারণের নিকট পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্তৃপক্ষ।