পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু : মায়ের দাবি পরিকল্পিত হত্যা

কালিয়া প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার শিবানন্দপুর গ্রামে পুকুরের পানিতে গোসলে নেমে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখের সন্তান। তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বিকেলে প্রতিবেশী নাহার বেগম দুই ভাই-বোনকে পুকুরপাড়ে যেতে দেখেন। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে তাসলিমার ওড়না পড়ে থাকতে দেখে পানিতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিহতদের মা বেবি বেগম অভিযোগ করেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। তিনি বলেন, “আমার মেয়ে সাঁতার জানে, ওরা ডুবে মরতে পারে না। আমার স্বামী আমাকে কয়েক মাস আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন সে দ্বিতীয় বিয়ে করেছে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।”
তবে নিহতদের বাবা আজিবার শেখ দাবি করেন, “আমার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানতো না, গোসল করতে নেমে দুর্ঘটনায় মারা গেছে।”
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।