স্থানীয় সংবাদ
যশোরে দাদার লাঠির আঘাতে এক মাসের শিশুর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর রাত ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, চাঁদপাড়া গ্রামের শাহজাহান নামে এক ব্যক্তি দাম্পত্য কলহের জেরে রাগের মাথায় স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে যান। এ সময় পাশে থাকা তাঁর ছেলের এক মাস বয়সী শিশু কন্যার মাথায় লাঠি লাগে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শাহজাহানকে আটক করেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।