স্থানীয় সংবাদ

যশোরের শার্শা থানার ওসিকে প্রত্যাহার

# সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে সাংবাদিকদের স্মারকলিপি ও মানববন্ধন

যশোর ব্যুরো ঃ শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমকে প্রত্যাহার এবং দৈনিক লোকসমাজ-এর সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে সাংবাদিকদের দুই দফা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে যশোরে স্মারকলিপি প্রদান এবং বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সাংবাদিকরা এই দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান জানান।
বেলা ১১টার দিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতারা পুলিশ সুপার রওনক জাহানের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর শার্শা থানার ওসি আব্দুল আলিম এক স্কুলছাত্রের মৌখিক অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে থানায় ডেকে নেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনেই কোনো তদন্ত ছাড়াই তাঁকে হাতকড়া পরিয়ে আটক দেখিয়ে মামলা রেকর্ড করেন। সাংবাদিকদের অভিযোগ, এটি ওসির আইনবহির্ভূত ও অতি উৎসাহী পদক্ষেপ, যা কোনো ব্যক্তি বা মহলের প্রভাবে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সাংবাদিক নেতারা বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন মনিরুল ইসলাম মনি। তাঁর বিরুদ্ধে কখনো অনৈতিকতা বা পেশাগত অসদাচরণের অভিযোগ ওঠেনি। বরং তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। তাঁরা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসি আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবি জানান। স্মারকলিপি প্রদানের সময় শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, বাগআঁচড়া, অভয়নগর ও বাঘারপাড়াসহ বিভিন্ন প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দাবিতে বেনাপোল থানা প্রেসক্লাবের উদ্যোগে কাস্টমস হাউসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহসভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম হোসেন আশা, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন পারভেজ, মো. গোলাম রসুলসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে শার্শা থানার ওসিকে অপসারণ ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধসহ সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। সাংবাদিক নেতারা আরও জানান, একই দাবিতে ইতোমধ্যে যশোর ও শার্শায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বেনাপোল স্থলবন্দর এলাকায় অবরোধ কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button