স্থানীয় সংবাদ

বাগেরহাটে রাস্তায় ঝরল স্কুল শিক্ষকের প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার পিংগুড়িয়া এলাকায় ঢাকাগামী দোলা পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন মোঃ আসাদুজ্জামান (৩৫) নামের একজন স্কুল শিক্ষক। আর এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ টার দিকে কচুয়া সাইনবোর্ড মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। নিহত আসাদুজ্জামান সাতক্ষিরা জেলার কালিগঞ্জ সাতবসু গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে এবং মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি বিশেম্বর বহুমুকী মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিষয়ের শিক্ষক ছিলেন। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন গাজী বলেন, শিক্ষক আসাদুজ্জামান বুধবার সকালে মটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে স্থানীয় কচুয়া পিংগুড়িয়া এলাকায় মোড়েলগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ঘটনার পরপর স্থানীয় জনত জড়ো হয়ে দোলা পরিবহন ভাংচুর করে। এ সময় পরিবহনের চালক, হেলপার ও সুপার ভাইজার পালিয়ে যায়। অপরদিকে, শিক্ষক নিহত হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং রাস্তা অবেরাধ করে মিছিল করে। পরে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক এবং পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া কচুয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ পরবর্ত্তি আইনগত প্রক্রিয়া চলমান রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button