স্থানীয় সংবাদ

ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : তুহিন

# ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে থেকে যারা সুবিধা ভোগ করেছে এবং দমন পীড়নকে উৎসাহিত করেছে তারা বিভিন্ন দল ও জোটের সঙ্গে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য লিয়াজোঁ করে চলেছে। এটা দেশের জন্য অশনি সংকেত। জামায়াত ৭১সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যে অপকর্ম করেছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চাইতে হবে। তারা আবারও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। ৭১ আর ২৪ এর পরাজিত শক্তিরা এক হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহানগরীর ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদি সরকার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে শাস্তি দিয়ে সাত বছর জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেয়। নির্দোষ তারেক রহমানকে নির্যাতন করে দেশান্তরী করে। ফ্যাসিবাদিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের নাম-নিশানা মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছিল তার জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদুল হক হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেশকাত আলীর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কে.এম. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইশতিয়াক উদ্দিন লাভলু, মোঃ নাসির উদ্দিন এবং এ্যাড. হালিমা খানম। সভায় উপস্থিত ছিলেন মনজুরুল আলম, জমির হোসেন দিপু, মইনুল ইসলাম কিরণ, এস. আনামুল হক আনাম, জিয়াউর রহমান খান আপন, ফয়েজ আহমেদ, ঢালী মোহাম্মদ সালাউদ্দিন, শামসুর রহমান শামসু, কাজী আশরাফুল হক লাভলু, শাহাদাত হোসাইন, আবুল কালাম আজাদ, হাসিবুর রহমান চৌধুরী, রায়হান হাবিব লেলিন, মনিরুজ্জামান মনি, সাইয়েদিন সৈকত, মাহফুজুর রহমান রাজন, শাহিন হাওলাদার, মিজানুর রহমান লিটন, আলমগীর হোসেন রিপন, শামসুজ্জামান হীরা, সৈয়দ আরিফুল ইসলাম সুমন, ইরিনা আক্তার, হাজেরা খানম, সোমা আক্তার, রিনা বেগম, ভানু বেগম, নাসিমা আক্তার, পারুল বেগম ও শাহিনা বেগম প্রমুখ। প্রচার মিছিল: মহানগরীর ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা শেষে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। এসময় ওয়ার্ড ও থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা নামাজে অংশগ্রহন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ ইয়াহইয়া আখতার এর বোন, ২৫নং ওয়ার্ড সিদ্দিকীয়া মহল্লা নিবাসী নাহার বেগমের নামাজে জানাজা শনিবার (১১ অক্টোবর) দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। জানাজা শেষে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button