স্থানীয় সংবাদ
নগরীতে ৩১৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ১২ অক্টোবর রাতে খুলনা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নগরীর ১৫/২০ নতুন বাজার এ্যাপ্রোচ রোডের বাসিন্দা ওহিদুজ্জামানের ছেলে শামীম হোসাইন ওরফে সাদ্দাম (৩৩) ও তালতলা হাসপাতাল রোডের বাসিন্দা মৃতঃ আঃ রব সরদারের মেয়ে মুক্তা বেগম (২৭)। তাদেরকে ১১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে হরিণটানা থানা পুলিশ ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হাবিবুর রহমানকে (৫৫) ২শ’ পিস ইয়াবা এবং ১টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা করা হয়েছে।