স্থানীয় সংবাদ

নগরীর মোস্তর মোড়ে পিক-আপের ধাক্কায় যুবক নিহতের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার : নগরীর মোস্তর মোড় এলাকায় পিক-আপের ধাক্কায় মো: আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ৩০ অক্টোবর দুপুর ২ টার দিকে নগরীর হরিনটানা থানাধীন মোস্তর মোড় খুলনা যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল ইসলাম আড়ংঘাটা থানাধীন সেলিমের বাড়ির ভাড়াটিয়া মৃত : রমজান সানার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিনটানা থানার এস আই গোলাম মোস্তফা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৭ অক্টোবর হরিনটানা থানায় মামলা করেছেন। বাদী এজাহারে উল্লেখ করেন, মৃত : মো: আনোরুল ইসলাম জনৈক খোকন সাহেবের প্রাইভেট কারের ড্রাইভার হিসেবে চাকুরি করতেন। ঘটনার দিন প্রতিদিনের ন্যায় তিনি বয়রা বাজার হতে সাইকেল যোগে বাসায় ফেরার পথে হরিনটানা থানাধীন মোস্তফার মোড় খুলনা যশোর মহাসড়কে পাকারাস্তা এলাকায় পৌঁছালে যশোর হতে আসা মালবাহী লুলু পিকআপ তাকে পিছন থেকে স্বজরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আনোয়ারুল সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে মাথার ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর আঘাত প্রাপ্ত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। দুর্ঘটনাস্থল হতে পিকআপ চালক যশোর জেলার মনিরামপুর থানার মো: মুনসুর সরদারের ছেলে মোঃ আল মামুন বিপ্লব(৩৭) পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি তবে ঘাতক পিকআপকে পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছে। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন এগিয়ে এসে আনোয়ারুল চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু আনোয়ারুলের অবস্থা আশংকা জনক হওয়ায় খুমেক হাসপাতালের কর্বব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে আনোয়ারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু পুজার বন্ধ থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ঢাকা মেডিকেলে থেকে ঢাকাস্থ ধানমন্ডি ইউনি হেলথ স্পেশালিষ্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উক্ত হাসপাতালে চিকিৎসা সেবা আনোয়ারুলের পরিবারের পক্ষে ব্যয় বহুল হওয়ায় পুনরায় আনোয়ারুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ অক্টোবর দুপুর ১২ টার দিকে আনোরুল মৃত্যু বরন করেন। পরের দিন লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং নিহত আনোয়ারুলের লাশ নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলার প্রতাপ নগর গ্রামে দাফন দাফন করা হয়। এ ঘটনায় নিহত আনোয়ারুলের স্ত্রী জরিনা খাতুন বলেন আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিনটানা থানার এস আই গোলাম মোস্তফার বলেন, ঘটনাস্থল হতে একটি লুলু পিকআপসহ দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল আটক করে থানা হেফাজতে নিয়েছি। আটক পিকআপ নং – খুলনা মেট্রো – ন- ১১০৭৮২। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ৭ অক্টোবর হরিনটানা থানায় মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতারে যশোর জেলার মনিরামপুর থানায় যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে মামলার বাদীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা মিমাংসার জন্য পিকআপ চালক আল মামুনসহ বাদীকে নিয়ে হরিনটানা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুজ্জামান বৈঠক করেছেন। বৈঠকে ফলপ্রসু না হওয়ায় তিনি বাদীকে মামলা করতে বলেন এবং পরবর্তী মামলা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button