বিএসটিআই’র বিশ্ব মান দিবস আজ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিএসটিআই’র (১৪ অক্টোবর,) ২০২৫ ‘বিশ্ব মান দিবস আজ’। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, খুলনার উদ্যোগে সকাল ১১ টায় বিএসটিআই’র সম্মেলন কক্ষে ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ-ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে-মান’ শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ, খুলনা; মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, খুলনা এবং এম নাজমুল আজম ডেভিড, সাধারণ সম্পাদক, ক্যাব, খুলনা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড.সালমা বেগম, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। সভায় সভাপতিত্ব করবেন মোঃ লুৎফর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, খুলনা। উক্ত অনুষ্ঠানে খুলনা মহানগরী ও জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।