নগরীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা দিলেন সাবেক এমপি মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা সুইচগেটস্থ আল আমিন সড়কে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় তিনি এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং সহয়তা প্রদান করেন।
এসময় তিনি বলেন, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আমরা অতীতেও মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছি, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের কষ্ট কোনো আর্থিক সহায়তায় পূরণ হওয়ার নয়। তবে খুলনা বিএনপির পক্ষ থেকে এ উদ্যোগ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে কিছুটা হলেও সহায়ক হবে।
আর্থিক সহয়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, আসলাম হোসেন, ইকবাল হোসেন, সাখাওয়াত হোসেন, বজলুর রহমান, নুরুল ইসলাম লিটন, মোমসেদুর রহমান, শাহাবুদ্দিন আহমেদ, সেলিম বড় মিয়া, আলম হাওলাদার, পারভেজ মোড়ল, মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাহাঙ্গীর হানিফ, মামুনুর রহমান, মাসুদ রুমী, মহিউদ্দিন মঈন, সাইদুর রহমান সুমন, জুয়েল রহমান, বেল্লাল হোসেন, শাহআলম, সুলতান, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম রয়েল, শাহিন খান, মাসুম, জামাল কাজী, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন টিপু, আবু বক্কর, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, জামাল শিকদার, আলমগীর হোসেন মিঠু, মো. শামীম, লিটন শিকদার, শেখর চন্দ্র প্রমুখ।