খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

# কম্পিউটার ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে #
স্টাফ রিপোর্টার ঃ সম্প্রতী জলিল গ্রুপ অব ইন্ডাট্রিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়েদা চালিয়ারা বেগম কর্তৃক কম্পিউটার ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, দক্ষিণ অঞ্চলের বৃহত্তর কম্পিউটার মার্কেট বলতে, খুলনা নগরীর প্রানকেন্দ্রে অবস্থিত জলিল টাওয়ার কে বোঝায়, সম্প্রতী জলিল গ্রুপ অব ইন্ড্যাট্রিজ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়েদা চালিয়ারা খানম কর্তৃক, কম্পিউটার ব্যবসায়ীদের বৈধ চুক্তি থাকা সত্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনৈতিক ও নিয়ম বর্হিভূত ঘর ভাড়া বৃদ্ধি, ও অগ্রীম জামানত এর টাকার জন্য চাপ সৃষ্টি করে, টাকা না দিলে দোকান থেকে উৎখাত করে দেওয়া সহ তার নিজস্ব গুন্ডা বাহিনী সাবেক সচিব, মিরাজ আল মামুন ওরফে ‘পাইকগাছা বাবু’ বাহিনী ও সৈয়েদা চালিয়ারা বেগম এর স্বামী সাবেক সেশন জজ, জাহাঙ্গীর হোসেন সাহেবের প্রভাব কে কাজে লাগিয়ে দোকান মালিকদের হুমকী ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করে আসছে।
তিনি আরও বলেন, এক বছর পূর্বে দোকানের চুক্তি শেষ হওয়ার পরেও সৈয়েদা চালিয়ারা খানম, জাহাঙ্গীর, ‘পাইকগাছা বাবু’ গ্যাং দের মোটা অংকের ঘর ভাড়া ও জামানতের টাকা দিতে না পারায় ২৭ জন দোকান মালিক ব্যবসায়ীদের উচ্ছেদ নোটিশ প্রদান করে,বর্তমান ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ কামরুল ইসলামের নিকট আমরা ব্যাবসায়ী গন ভাড়া চুক্তি নবায়নের লক্ষে গেলে, বর্তমান এমডি সৈয়দ কামরুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করতে গেলে, সৈয়েদা চালিয়ারা খানম এর গুন্ডা বাহীনি আমাদের ব্যবসায়ীদের বের করে দেবার চেষ্টা করে কিন্তু বর্তমান এমডি আমাদের চুক্তিপত্রে স্বাক্ষর করে দেন এই কারনে সাবেক এমডি সৈয়েদা চালিয়ারা খানম ক্ষীপ্ত হয়ে খুলনা কম্পিউটার ব্যাবসায়ী সমিতির দুইজন সম্মানীত সদস্য ও অজ্ঞাত আরো দশ থেকে বারো জনের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা করিয়াছে।
এতে আমরা ভীত, শংকা ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী জানাচ্ছি যাতে এই সমস্ত মিথ্যা মামলা ও ভয়ভীতি, হুমকী ধামকি থেকে আমরা রক্ষা পেতে পারি।