স্থানীয় সংবাদ

ফকিরহাটে ইউনিলিভার কোম্পানী অফিসে অস্ত্রের মুখে দস্যুতা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের মহাসড়কের পাশে গোডাউন মোড় এলাকায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অফিসের দুইজন নৈশ্যপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার রাতে ওই অফিসের এডমিন ম্যানেজার মঞ্জুরুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪জনকে আসামী করে ফকিরহাট থানায় একটি দস্যুতা মামলা করেছেন। ইউনিলিভার কর্তৃপক্ষ জানান, রবিবার ভোররাত ৪টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট অফিসের পিছনের দরজার শিকল কেটে ভিতরে প্রবেশ করে। নৈশপ্রহরীরা টের পেয়ে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরী শেখ আরিফুল ইসলাম ও সোহেল শেখকে মুখ ও হাত বেঁধে রাখে। এরপর অফিসের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৫ লাখ ৮ হাজার টাকা, ২টি ল্যাপটপ, দুইটি প্রিন্টার, ৬টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে নৈশ প্রহরীরা ৯৯৯ ফোন দিলে তাৎক্ষনিক ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট অফিসের নৈশ্যপ্রহরী শেখ আরিফুল ইসলাম ও সোহেল শেখ জানান, তাদের পিস্তলের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। এ সময় দুর্বৃত্তরা তাদের মারপিট করে জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নেয়। খুলনা ইনটিগ্রেটেড সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সিকিউরিটি অফিসার মো. জুবায়ের হাসান জানান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট অফিসের নৈশ্যপ্রহরীদের বেঁধে রেখে দুর্বৃত্তরা নগদ টাকাসহ, ল্যাপটপ, প্রিন্টার ও ৬টি মোবাইল ফোন নিয়ে গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের এসআই মো: শিবলী নোমান জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button