শ্যামনগরে হঠাৎ দুদকের হাসপাতাল ও ক্লিনিক, প্যাথলজিতে অভিযান

# জেল জরিমানা প্রদান
শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরে দিন ভর সরকারী হাসপাতাল,বে সরকারী ক্লিনিক ও প্যাথলজ্বিতে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান,জেল জরিমানা প্রদান,সাধারন মানুষেরা ধন্যবাদ জানিয়েছে এধরনের অভিযান পরিচালনা হওয়ায়।
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন অবৈধ ক্লিনিকে ও প্যাথলজ্বিতে চাকচিক্য সাইনবোর্ডে ভরে গেছে।সকাল হতে না হতেই ডাক্তারদের গুনকির্তীন গেয়ে প্রচার শুরু করা হয় সারা দিন ধরে।
এদিকে শ্যামনগর হাসপাতাল সহ উপজেলা শহরে গড়ে উঠা ক্লিনিক ও প্যাথলজ্বিতে হঠাৎ মঙ্গলবার সকাল থেকে দিন ভর সাড়াষি অভিযান পরিচালনা করা হয়।
এসময় দালালির অভিযোগে আল মামুন বাদশা (২৫), রেজাউল ইসলাম গাজী (৪২), সাগর হোসেন রনি (২০), মিলন কুমার ঘোষ (১৮), অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা (৬০) নামে সাতজনকে আটক করা হয়।
এরমধ্যে আল মামুন বাদশা, রেজাউল ইসলাম গাজী, সাগর হোসেন রনি ও মিলন কুমার ঘোষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- দেওয়া হয়েছে। বাকি তিনজনকে জরিমানা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগরের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড রাশেদ হোসাইন।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজলের নেতৃত্বে দুদকের একটি দল নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে হঠাৎ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযানে দুদকের সদস্যরা হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগসহ কয়েকটি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চিকিৎসকদের প্রেসক্রিপশন, রোগীর টেস্ট রেফার তালিকা ও ডায়াগনস্টিক সেন্টারের রসিদ যাচাই করেন। এ সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে হাসপাতালের নিজস্ব পরীক্ষাগার থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা করতে বলা হচ্ছে নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।
দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের কিছু চিকিৎসক ও হাসপাতাল কর্মী রোগীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে কমিশন নিচ্ছেন এমন প্রাথমিক প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকেও কমিশনের রেকর্ড উদ্ধার করা হয়েছে।