স্থানীয় সংবাদ

মানুষের সেবা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান রবের সন্তুষ্টি হাসিল করতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য মানুষের সেবা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান রবের সন্তুষ্টি হাসিল করতে হবে। আজকের এই চিকিৎসা সেবার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, আমরা কেবল ভোট চাইতে আসিনি বরং মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে চাই। চিকিৎসা বঞ্চিত মানুষদের জন্য এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস চেকিং ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর কাজী বায়জিদ ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মো. শহিদুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী ও অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, কাজী জিয়াউল ইসলাম, মোহাম্মদ হোসেন আলী, মাওলানা নজরুল ইসলাম, জাহিদ হাসান, মানিক মিয়া, ইলিয়াছ আলি, আরমান হোসেন, নূর আলী, আহাদ আলী, মেহেদী জামান, হাফেজ ইউনুস আলী, ইউনুছ আলী মন্টু, শ্রমিকনেতা নাছির উদ্দীন, হাফেজ নাছরুল্লাহ, যুব নেতা বাদশা মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা শাখা। খুলনা-৩ আসনের এই প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আজকের এ মেডিকেল ক্যাম্প মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য করা। তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে খুলন-২ আসনকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমরা সবসময় একনিষ্ঠভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button