খুলনা বিএসটিআই’র বিশ্ব মান দিবসে বিভাগীয় কমিশনার

# এসডিজি অর্জন করতে হলে পণ্যের গুণগতমান ধরে রাখতে হবে #
স্টাফ রিপোর্টোর : বাংলাদেশ বিএসটিআই’র ১৫ অক্টোবর ‘বিশ্ব মান দিবসে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় বিএসটিআই’র সম্মেলন কক্ষে ‘সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে-মান’ শীর্ষক প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বক্তৃতায় প্রধান অতিথি বলেন, পণ্য ও সেবার মান প্রণয়ন এবং টেকসই উন্নয়ন অর্জনে বিএসটিআইকে শক্তিশালী করতে হবে। বিএসটিআই পণ্যেরমান প্রণয়ন ও পরীক্ষার কাজগুলো তদারকি করে এবিষয়ক সার্টিফিকেশন দিয়ে থাকে। মোবাইলকোর্টের মাধ্যমে পণ্যের মান, সঠিকভাবে উৎপাদন করছে কিনা ইত্যাদি যাচাই করে কাঙ্খিত মানের না হলে মোবাইলকোর্ট ও জরিমানা করা হয়। গত এক বছরে খুলনা বিএসটিআই এর আওতায় ৮৩টি মোবাইলকোর্ট করে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে পণ্যেরমান ঠিক থাকলে, জরিমানা করার দরকার হয় না। তিনি বলেন, এসডিজি অর্জন করতে হলে পণ্যের গুণগতমান ধরে রাখতে হবে। পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রচার চালাতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পণ্য কেনা-বেঁচার সময় যাচাই-বাছাই করে নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এবং খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড.সালমা বেগম। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক ও অফিস প্রধান খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয় মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে খুলনা মহানগরী ও জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।