যশোরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ১

যশোর ব্যুরো ঃ যশোরে মিনি ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত ও আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল সোয়া ১০ টার দিকে যশোর মাগুরা সড়কের যশোর সদরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মো. জসীম উদ্দিন (৫২)। তিনি কোদালিয়া গ্রামের মনির উদ্দিন ম-লের ছেলে। আহত ব্যক্তি আজম আলী (৭০), যশোরের কেশবপুর উপজেলার তেঘরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জসীম উদ্দিন ব্যাটারি চালিত ভ্যান নিয়ে যশোর-মাগুরা সড়কে চলাচল করছিলেন। রাজাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-৯৪৪২) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জসীম উদ্দিন রাস্তার ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের যাত্রী আজম আলীও এতে আহত হন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।