যশোরে নিখোঁজের চার দিন পর ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি তালাবদ্ধ পুরোনো বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে একটি বাক্সের মধ্যে গলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল জানান,গত শুক্রবার রাতে নাভারণ বাজারে ছেলের সঙ্গে শেষবার দেখা হয়েছিল তাঁর।“প্রতিদিন রাতে সে বাড়ি ফিরত। কিন্তু সেদিন রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি,” বলেন তিনি।
আব্দুল্লাহর ভাই নাজমুল হোসেন বলেন,“আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমাদের সংসার খুবই অভাবের। এখন তার স্ত্রী আর দুই সন্তানকে দেখবে কে?”
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ে জড়িতদের আটকে অভিযান চলছে।