স্থানীয় সংবাদ

যশোরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী রাত ২টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালায়। এ সময় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের সোলেমানের ছেলে আজহারুল (৩৫),এর বসতবাড়ি তল্লাশি করা হয়। বাড়ির পাশে কাটের স্তপের ভেতর থেকে দুইটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় আসামি আজহারুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button