স্থানীয় সংবাদ
নগরীতে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ গুলির ঘটনা ঘটে। আহতরা হলেন- মনির হাওলাদার ও হানিফ হাওলাদার। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তারা গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মাদকের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তারা দুইজন আহত হয়। আহত মনিরের বিরুদ্ধে ২টা মাদকের মামলা রয়েছে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।