স্থানীয় সংবাদ

বাগেরহাটে যুবদলনেতা খুন : রাজ মিস্ত্রির লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কুচয়া যুবদল নেতা খুন। পুলিশ ও ঘটনা সংশ্লিষ্ট স্থানীয়দের দেয়া তথ্যমতে প্রকাশ, জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া শিবপুর এলাকায় সোমবার গভীর রাতে দূর্বৃত্তের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে জাতীয়তাবাদী যুবদলের এক নেতা নিহত হয়েছেন। তাকে আহত অবস্থায় সোমবার দিবাগত রাত ৩ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু শিবপুর গ্রামের সরদার আবু বক্কার সরদারের ছেলে। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কচুয়া থানা পুলিশ বলছে মিন্টুর দুই বিয়ের কারণে দীর্ঘদিন ধরে সে পারিবারিক অশান্তিতে ছিলেন। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সাথে মিন্টুর ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে বাইরে থেকে ৭-৮ জন লোক এসে মিন্টুকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। অবস্থা গুরুতর হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। রাঢ়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, মিন্টু আমাদের দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকা-টি পারিবারিক কলহের জেরে হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। এছাড়া মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা সদরের পঁচাদিঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের একজন রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরতলীর পঁচা দিঘী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সে বাগেরহাট পৌরসভাধিন দশানি মোড় এলাকার জেলা কৃষকদলের আহবায়ক আসাফুদ্দৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদে-কাড়াপাড়ার মোঃ রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করেই তিনি কাজ ছেড়ে চলে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়রা পচা দিঘিতে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ উল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরে লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button