স্থানীয় সংবাদ

নারীরা কোন ষড়যন্ত্রে পা দিলে দেশ পূর্বের ন্যায় ধ্বংসের দিকে ধাবিত হবে : রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বিএনপি কাজ করে আসছে। একটি মহল ক্ষমতার লিপ্সায় নারীদেরকে তাদের দলে বেড়াতে নানামুখী ষড়ন্ত্র করে চলছে। নারীরা ওই মহলের কোন ষড়যন্ত্রে পা দিলে দেশ পূর্বের ন্যায় ধ্বংসের দিকে ধাবিত হবে । নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে দেশের বৃহদাংশ নারী ভোটারদেরকে আগামী নির্বাচনে সুচিন্তিত রায় দিতে হবে।উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে তার অন্যতম সহযোগী হতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশের অদম্য মেয়েরা দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র-শ্রমিক-জনতা যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল গত জুলাই-আগস্টে তার সম্মুখ সারিতে ছিল নারী। লাখ লাখ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন। একাধিক নারী এই গণঅভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন। আমি এই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারীদের অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে বিএনপি। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করে আসছে। তাদের কথাই কান না দিয়ে দেশকে উন্নয়নশীল দেশে এগিয়ে নিতে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচনীত করতে হবে।নির্যাতিত, দুস্থ ও অসহায় নারীদের জন্য শেল্টার হোম, আইনি সহায়তা দিতে মহিলা সহায়তা কেন্দ্র, কর্মজীবী মহিলাদের আবাসন ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহায়তা ও ক্ষুদ্রঋণ কার্যক্রম নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় বিএনপি।রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মহিলা দলের নির্বাচনী জনসভায় মঙ্গলবার (১৪ অক্টোবর ) বিকেলে রূপসা ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।
উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেক্সোনা বেগম এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ন আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি,নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব মোঃ দিদারুল নাইসলাম, মিকাইল বিশ্বাস, উপজেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক শারমিন আক্তার আঁখি, মনিরা বেগম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজী,কূষকদলের সভাপতি মোঃ শাহ্ আলম ভূঁইয়া, শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, শ্রমিকদল নেতা মোঃ লাবলু শেখ, ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য কবির শেখ, সাইফুল্লাহ ইসলাম তুহিন, মোঃ মফিজুল ইসলাম, মাসুম সরদার,যুবদল নেতা শাহজামান প্রিন্স, সাইফুল ইসলাম, নাদিরা সুলতানা শিখা, শিল্পী আকতার, পারভীন ইসরাত কেয়া, সালমা বেগম, মাসুরা বেগম, ফরিদা বেগম, নার্গিস বেগম, কাকলি বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button