স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বাটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধ ঃ বটিয়াঘাটার গাওঘরা রোকেয়া বেগম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোল্লা রেজাউল করিম কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গায়েরহাট এলাকায় ভূমিহীন সংগঠনের নেতৃত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও পথচারী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, ভূমিহীন সংগঠনের ইউনিয়ন সভাপতি মোস্তফা সরদার, গাওঘরা এলাকার সমাজ সেবক মার্কিনী শেখ, সাহাদুল ইসলাম সহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তির জোর দাবি জানান। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ২০২৫ বুধবার মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মোহতামিম রেজাউল করিমকে আটক করে বটিয়াঘাটা থানা পুলিশ।