বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের চাঞ্চল্যকর বিএনপি নেতা ও সংবাদ কর্মী হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী ইসরাফিল মোল্লা(৫০) কে নারায়নগঞ্জ সোনার গাওঁ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। শক্রবার রাতে খুলনা র্যাব-৬ ও নারায়নগঞ্জ র্যাব-১১ এর যৌথ দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইস্রাফিল কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ই¯্রাফিল বাগেরহাট পৌর শহরের হাড়ীখালী এলাকার মৃত সালাম মোল্লার ছেলে। চাঞ্চল্যকর হায়াত উদ্দিন হত্যা মামলায় এ পর্যন্ত ৩ জন আসামী গ্রেফতার হয়েছে বলে জানান মামলাটির তদন্ত কর্মকর্তা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই ¯েœহাসিস দাস। উল্লেখ্য গত ৩ অক্টোবর সন্ধ্যায় জেলা শহরের হাড়ীখালী এলাকায় একই দলের চিহ্নিত দুবৃর্ত্তরা এ হত্যাকান্ড ঘটায়। নিহত এএসএম হায়াত উদ্দিন (৪৩) বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার মৃত শেখ নিজাম উদ্দিনের ছেলে। সে পৌর বিএনপির সদস্য ছিলেন। সম্প্রতি সে ভোরের চেতনা নামক একটি পত্রিকার জেলা রিপোর্টার হিসাবে পরিচয় দিতেন।