স্থানীয় সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন

# চুলকাটিতে অ্যাডিশনাল আইজিপি রফিকুল ইসলাম #

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজার সংলগ্ন ভট্রকনকপুর ছিদ্দীকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্নসামাজিক সমস্যা সমাধান ব্যানারে আলোচনা সভা ও কোরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনবিার (১৮ অক্টোবর) সকাল ১০ টার সময় মাদ্রাসা ময়দানে অত্র মাদ্রাসার মুহতামিম মাওঃ আলী আহমাদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও কোরআন ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম,অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) বাংলাদেশ পুলিশ, হেডকোয়াটার্স ঢাকা, খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম, খুলনা পুলিশ রেঞ্জের ডিআইজি রেজাউল হক, বাগেরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, মেজর (অবসরপ্রাপ্ত) জিয়াদ্জ্জুামান প্রমূখ। আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট পৌর বিএনপি নেতা শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সদর থানার সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, অন্যান্যদের মধ্যে ছিলেন মাওঃ রেজাউল করিম জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলাম, জেলা যুব বিভাগ সভাপতি মাঞ্জুরুল হক রাহাদ, নায়েবে আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ আনিসুজ্জামান শিকদার পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আব্দুল জব্বার মোল্লা (সি.আই.পি) ম্যানেজিং ডিরেক্টর, জাহানাবাদ সি-ফুডস লিঃ। আলহাজ্ব গোলাম সরোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, নাহিদুজ্জামান রাজু বিশিষ্ট শিল্পপতি প্রমূখ। উক্ত কোরআন ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ৪০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন ছবক পাঠ করেন তিনি এসময় বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন থেকে আমাদের মুক্তি পেতে হলে পুলিশের পাশাপাশি জনগণকে সহযোগিতা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button