স্থানীয় সংবাদ

নগরীর গোয়ালখালি মোড়ে পুকুরে ডুবে দু’ শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে পুকুরে ডুবে দু’ শিশুর মর্মান্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালিশপুর থানাধীন গোয়ালখালী বেলে পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তারা হলোজাকির হোসেনের মেয়ে মমিতা (৯) এবং পলাশের মেয়ে আমেনা (৮)। দু’জনই খুলনা খালিশপুর নয়াবাটি এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দু’ শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে এলাকাবাসী খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বর্তমানে শিশুদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন, আর আশপাশের মানুষ কেঁদে উঠছেন ছোট্ট দুটি প্রাণের এমন নিঃশেষে।খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী এ তথ্যের সত্যতা স্বীকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button