রূপসায় ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রূপসা প্রতিনিধি : পূর্ব রূপসায় ব্যাংকের মোড় সংলগ্ন সরকারি ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনে ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। গত ১৭ অক্টোবর রাতে তার পিতা রেজাউলকে দোকানে রেখে বাড়ি চলে যান। রেজাউল ওই রাতে আর বাড়ি যায়নি। পরের দিন অনেক খোঁজা-খ্ুঁজির পর রেজাউলের সন্ধান মেলেনি। বোরবার স্থানীয়রা রেজাইলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সংবাদ পেয়ে উৎসুক জনতা এসে ভিড় জমাতে থাকে। রূপসা থানার এসআই মোঃ ইমরান হোসেন ও রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। সুরতহাল শেষে রেজাউলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণা করা হয়েছে। বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুসেইন বলেন, বাদ এশা মরহুমের নামাজে জানাজা শেষে বাগমারা দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি মোঃ আমিনুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতর চিহ্ন রয়েছে।