স্থানীয় সংবাদ
রূপসায় যুবককে কুপিয়ে আহত

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার পুটিমারি বিলে সুমন শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।আহত সুমন শেখ খুলনা নগরীর ডাল মিল মোড় এলাকার বাসিন্দা রোকন উদ্দিন শেখের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুমন শেখ কোনো ব্যক্তিগত কাজে পুটিমারি বিল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।পরে এক ভ্যানচালক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার কারণ এখনো জানা যায়নি।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।