খুলনা কারাগারে সন্ত্রাসী দু’ গ্রুপের সংঘর্ষঃ ৩ আসামিকে কাশিমপুরে প্রেরণ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে মারামারির ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় নামের তালিকায় যারা আছেন তাদের পরবর্তীতে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত্রে জানা গেছে। জেলার মোঃ নাসির উদ্দীন বলেন, কারাগারের ভেতরে মারামারির ঘটনায় রাতে কারা হেড কোয়ার্টারে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় কয়েকজনের নামের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের পাঠানো কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে ঢাকার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে উদ্দেশ্যে পাঠানো হয়। নামের তালিকায় ২০ জনের মত আছে পরবর্তীতে তাদেরও ঢাকায় পাঠানো হবে বলে জানান জেলার মোহাম্মদ মনীর হোসাইন। তবে এখন পরিস্থিতি শান্ত বলে তিনি জানান। উল্লেখ্য, খুলনা জেলা কারাগারের ভেতর আটক শীর্ষ সন্ত্রাসী দু’গ্রুপের সদস্যর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে জেলা কারাগারের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।