স্থানীয় সংবাদ

৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখাÑ মঞ্জু

# খুলনায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাস্ট্রকে পুণ:গঠনের জন্য ৩১ দফায় লিখিত সকল তথ্য জনগনের কাছে পৌছে দিতে হবে। জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সকল ভোদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করে রাস্ট্রকে মেরামত করতে হবে। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। রবিবার সকাল ১১টায় নগরীর গোলকমনি পার্কে খুলনা বিএনপি ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উত্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন জুলাই সনদে স্বাক্ষর রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা। তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লিফলেট বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন শেষে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে খুলনা বিএনপির নেতৃবৃন্দরা নগরীর গোলকমনি পার্ক হতে পিকসার প্যালেস মোড়, ডাকবাংল, ফেরিঘাট হতে সঙ্গীতা সিনেমা হলের সামনের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উত্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে রাস্তার দু’পাশে শত শত নেতাকর্মি ও সাধারন জনতা হাত উচু করে নজরুল ইসলাম মঞ্জুকে শুভেচ্ছা জানান। বিএনপির প্রষ্ঠিাতা সাবেক রাস্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মূহু মূহু শ্লোগানের মধ্যে দিয়ে ৩১ দফা সম্বলিত লিফলেট খুলনা শহরে বিতরণ করেন খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চলসহ থানা, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button