স্থানীয় সংবাদ

বিজেএ’র নারায়ণগঞ্জ অফিসে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভোট আজ

# কার্যনির্বাহী কমিটির ১৮ জনের ভোটে মনোনীত হবেন বিজেএ’র নবনির্বাচিত চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান #

স্টাফ রিপোর্টার : : আজ ২০ অক্টোবর-২০২৫ সোমবার নারায়ণগঞ্জ বিজেএ অফিসে দুপুর ২ টায় কার্যনির্বাহী কমিটির ভোট অনুষ্টিত হবে। ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) বিজেএ’র ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা বোর্ডে রয়েছেন বিজেএ’র নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ,যমুনা ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ মোঃ মমিনুল হক,খুলনার দৌলতপর রূপালি ব্যাংক পিএলসি উপ-মহাব্যবস্থাপক ও বিজেএ’র নির্বাচনী বোর্ডের সদস্য শংকর কুমার দাস,নারায়ণগঞ্জ যমুনা ব্যাংক পিএলসি এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বিজেএ নির্বাচনী বোর্ড সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সিডিসিএস,সচিব (ভারপ্রাপ্ত),বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ও বিজেএ নির্বাচনী বোর্ড সচিব মো: জয়নাল আবেদীন মিয়া ও খুলনা কর্পোরেট শাখা সোনালী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক ও বিজেএ নির্বাচনী বোর্ড কো-অপ্ট সদস্য কংকন কুমার দত্ত। এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে যারা দুই গ্রুপের নির্বাচিত হয়েছেন এদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইলেকশন বোর্ড ১৮ জনের ভোটে নির্বাচিত হবেন বিজেএ’র নবনির্বাচিত চেয়ারম্যান,সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বাকি অন্যরা সবাই কার্যনির্বাহী কমিটির সদস্য থাকবেন।
উল্লেখ্য,বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ)র কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ এর নির্বাচন-২৫ বিজেএ নারায়ণগঞ্জ ও বিজেএ দৌলতপুর অফিসে ভোট গ্রহন সম্পূর্ণ হয়। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।তবে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ১ ঘন্টা বিরতি দিয়ে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। এসোসিয়েট গ্রুপের মোট ৬জন প্রাথী বিনা প্রতিদ্বন্দীতায় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন।মোট ১৮ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। অর্ডিনারি গ্রুপে খুলনার দৌলতপুর ও ঢাকার নারায়ণগঞ্জে মোট ভোটার ৩১৭ টি। খুলনার দৌলতপুরে অর্ডিনারি ২২৯ জন ভোটার তাদের মূল্রবান ভোট প্রদান করেছেন।তার মধ্যে থেকে ৪ টি ভোট বাতিল হয়েছে। বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ)র নির্বাচনে প্রার্থীদের ঢাকার নারায়নগঞ্জ ও খুলনার দৌলতপুরে অর্ডিনারি গ্রুপে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন যথাক্রমে ফরহাদ আহম্মেদ আকন্দ প্রাপ্ত ভোট-২১৮,শামীম আহম্মেদ-২০৯,এস এম সাইফুল ইসলাম পিঁয়াস-২০৬,খাইরুজ্জামান-১৮১,খন্দকার আলমগীর কবির-১৯১,শেখ ইমাম হোসাইন-১৮০,মোঃ কুতুব উদ্দিন-১৮১,এস এম মনিরুজ্জামান পলাশ-১৮৩,বদরুল আলম মার্কিন- ১৬১,এস এম হাফিজুর রহমান -১৬৫,এইচ এম প্রিন্স মাহমুদ-১৫১,মোহাম্মদ তারেক আফজাল-১৫২। এসোসিয়েট গ্রুপে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে-মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ নুর ইসলাম, মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস ও এস এম সাইফুল ইসলাম।নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ১২টি পদে দুইটি প্যানেলে ৩১৭ ভোটার এর বিপরীতে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে থেকে ১২ জন কার্য্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।বিজেএ’র সূত্রে জানা যায়, নির্বাচনে প্রথম ধাপে ২ টি গ্রুপে ১৮ জন প্রার্থী কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button