স্থানীয় সংবাদ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে কোনো টালবাহানা চলবে না : মাওলানা আবুল কালাম আজাদ

# কয়রায় মৎস্য আড়তে গণসংযোগ #

খবর বিজ্ঞপ্তি ঃ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। নির্বাচন যত দ্রুত হবে জামায়াতে ইসলামী ততই উপকৃত হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না, করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘৫ দফা বাস্তবায়নের জন্য নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনো ৪ মাস সময় আছে। ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য একমাসই যথেষ্ট।’ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টায় খুলনা-৬ আসনের কয়রা উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নবনির্মিত “কয়রা মৎস্য আড়ৎ”-এ গণসংযোগকালে তিনি এ সব কতা বলেন।
গণসংযোগকালে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন রকি, মুয়াইন বিল্লাহ তারিক, হাফেজ আল আমিন, মাওলানা বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমানসহ শতাধিক নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে মাওলানা আবুল কালাম আজাদ স্থানীয় ব্যবসায়ী ও মাছ বিক্রেতাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। উপস্থিত ব্যবসায়ী ও বিক্রেতারা আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী খুলনা-৬ আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, ইনশাআল্লাহ।
খুলনা-৬ আসনেই এই এমপি প্রার্থী আরও বলেন, ‘৫ দফা বাস্তবায়ন না হলে পরবর্তী যারাই সরকার গঠন করবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করবে। একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা মূলত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। এ জন্য তারা অন্তবর্তীকালীন সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সহযোগিতা করছে না।’ তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করেনি। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্তবর্তীকালীন সরকার এবং জুলাই যোদ্ধারা। জুলাই সনদ বাস্তবায়িত হলে জাতি নতুন বাংলাদেশ পাবে। নতুবা জাতি বিপর্যস্ত হবে, আবারো বাংলাদেশ পথ হারাবে।’ এরপর সকাল সাড়ে ১১টায় তিনি কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে এক অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের চরিত্র গঠন, নিয়মিত পাঠদান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাজের ভূমিকা অপরিসীম”।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button