স্থানীয় সংবাদ
ঝিনেদায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ রোববার সকালে ঝিনেদা জেলার ভালোবাসার মোবারকগঞ্জ রেলস্টেশন মধ্যবর্তী বাঁবড়া রেলগেট
নামক স্থানে রেলে কাটা পড়ে পারুল রাণী ওরফে বড়াই (৬৫) নামক ভারসাম্য হীন এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী ওই জেলার কালীগঞ্জ উপজেলার তিললা বিহিন নগর গ্রামের মৃত অধীর বিশ্বাসের স্ত্রী।এ ঘটনায় খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে ৫/৬ বছর পূর্বে স্বামী মারা যাওয়ার পর ওই নারী ভারসাম্য হারিয়ে ফেলে।এদিন সকালে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে চলে আসে। উক্ত স্থানে রাজশাহী গাভী কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। যশোর জিআরপি ফাঁড়ী পুলিশ খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।