যশোর বার্তার সম্পাদককে প্রাণনাশ ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি : থানায় জিডি

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় মাদক কারবারি কর্তৃক দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন এডিটরকে প্রাণনাশের ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থান ও চৌগাছা থানায় পৃথক দু’টি জিডি করা হয়েছে।
যশোর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক বার্তার বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন এবং অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে আকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে প্রথমে যশোর বার্তা’র অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে এই হুমকির ফোনকল আসে। সে সময় ফোনকলে মাদক কারবারি ও স্বর্ণ চোরাচালানকারী একাধিক মামলার আসামী চৌগাছার আম্রকানন পাড়া এলাকার বাসিন্দা ও বাজারের আবু মাইকের মালিক আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিক সবুজ ওরফে ফেন্সি সবুজওই সাংবাদিককে হুমকি দেন এবং একইদিন রাত ৯টা ১০ মিনিটে পত্রিকার সম্পাদক ও প্রকাশকের মুঠোফোনে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন ওই সোনা চোরাকারী। বার বার তার পরিচয় জানতে চাইলে সে চৌগাছার সিংহঝুলী এলাকার রায়হান বলে দাবি করেন কিন্তু তার ফোন কলে মালয়েশিয়া ভেসে উঠতে দেখা যায়। একপর্যায়ে তার আসল পরিচয় সবুজ বললে সে হতভম্ব হয়ে পড়ে।
এ ব্যাপারে গতকাল সকালে যশোর কোতোয়ালি মডেল থানা ও চৌগাছা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করছেন যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন ও অনলাইন এডিটর জাহিদ হাসান সোহান। যশোর সদর কোতোয়ালি মডেল থানার জিডি নং ১৬১৫ এবং চৌগাছা থানার জিডি নাম্বার ৮৭১।
উল্লেখ্য যে, গত ২৬ মার্চ (বুধবার) দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় দৈনিক যশোর বার্তা’য় “চৌগাছাই ফেনসিডিল কারবারের একচ্ছত্র আধিপত্যে সবুজ, ম্যানেজারের ভূমিকায় সৈকত; কারবারের নেতৃত্ব দিচ্ছে মালয়েশিয়া থেকে!” হেডিং এ একটি সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে তিনি সেসময় বিভিন্ন ভাবে সাংদাদিককে হেনস্তা করতে চেষ্টা করে বিফল হন। শনিবার তিনি মালেয়শিয়া থেকে মেসেঞ্জারে কল করে সাংদাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেন। এসময় সবুজ স্বীকার করেন তিনি স্বর্ণ চোরাচালানের সাথেও জড়িত। (যার রেকর্ডিং সাংবাদিকের কাছে রয়েছে)। এব্যাপারে যশোর সদর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাতের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও অনুরূপ বক্তব্য প্রদান করেন।
এদিকে যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন ও অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে আকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের সাংবাদিক সমাজ সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ , যশোর বার্তা পরিবারের সদস্যবৃন্দ ও দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ। মাদক ব্যবসায়ী, সোনা চোরাচালানের হোতা সফিক সবুজকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ম-লীর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শওকত আলী, সাবেক সচিব যশোর বার্তা’র উপদেষ্টা রাশেদুল ইসলাম, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম মুজাহিদ আলী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ম-লীর সভাপতি সাইফুল ইসলাম, প্রধান সম্পাদক আলমগীর মতিন চৌধুরী, নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, বার্তা সম্পাদক ইয়াকুব আলী, দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার কিনে, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য পলাশ হোসেন হৃদয়, ইবাদুল ইসলাম, শাহানুর আলম, অধ্যক্ষ নওয়াব আলী, হাফিজুর রহমান কাজল, শরিফুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-উদ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দৈনিক প্রতিদিনের কন্ঠের বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির যশোর জেলা প্রতিনিধি অবাইদুল ইসলাম অভি, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন সোহাগ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নড়াইল রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক জিয়াউর রহমান জামী, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা উজ্জ্বল প্রমুখ।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অচিরেই মাদক সম্রাট ও গোল্ড চোরাচালানের হোতা সফিক সবুজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে সামাজিক সুশীল ও সাংবাদিক সমাজ একসাথে হয়ে এধরনের দেশদ্রোহী কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।