যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে খুন জাহিদ : মামলা

যশোর ব্যুরো ঃ ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে জাহিদ হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে নিহতের ছোট ভাই অহিদ শেখ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশা কে একমাত্র আসামি করা হয়েছে। তবে এখনো তাকে আটক করতে পারেনি পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত জাহিদ ও আসামি আশা উভয়ই ইজিবাইক চালক এবং তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে আগে থেকেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ১৮ অক্টোবর সকাল প্রায় ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন আশা। এসময় সেখানে উপস্থিত হয়ে জাহিদ তাকে জিজ্ঞাসা করেন, “আর কত সময় লাগবে?”—এ নিয়ে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় আশা পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশা নিজেই আহত জাহিদকে হাসপাতালে নিয়ে গেলেও কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে জাহিদকে মৃত অবস্থায় পান।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার ম-ল জানান, আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।#