স্থানীয় সংবাদ

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার সহ ১৪ ভারতীয় জেলে আটক নৌ বাহিনীর অভিযান

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশি জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে ফিশিং ট্রলারসহ ১৪ জন ভারতীয় জেে কে আটক করেছে কর্তব্যরত নৌবাহিনী। শনিবার রাতে এফবি শুভযাত্রা নামের ভারতীয় ফিশিং ট্রলারসহ আটক জেলেদের বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনীর বরাত দিয়ে রবিবার সকালে মোংলা থানা ওসি মোঃ আনিসুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে প্রায় ৭০/৭৫ নটিক্যাল মাইল দক্ষিন দিকে কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলার কে মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। এ সময় তাদের আটক করতে গেলে অন্যান্য ট্রলার পালিয়ে তাদের সিমানায় পৌছাতে পারলেও ধাওয়া করে এফ,বি শুভযাত্রা নামের ভারতীয় একটি ট্রলার আটক করা হয়। ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল বলে তারা স্বিকার করে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়। শনিবার বিকেল নাগাদ মোংলার দ্বিগরাজ নৌবাহিনীর ঘাটিতে আনা হয়। আটক ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ মোংলার ফেরিঘাটে এনে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারের রাজস্বে জমা করা হয়। এ ছাড়া ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও বাংলাদেশী মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের শেষে রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে। প্রসঙ্গতঃ এর আগে গত ১৪ জুলাই দুইটি এবং ৩ আগস্ট একটি ফিশিং ট্রলার সহ একই অপরাধে ভারতীয় জেলেদের বাংলাদেশের জনসীমার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button