নগরবাসীকে যানজটে নাকাল থেকে রক্ষা করতে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু ঃ ৩২টি আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরবাসী যানজটে নাকাল হয়ে পড়েছে। নগরীতে অবৈধ ইজিবাইক চলাচলের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দীর্ঘ দিন ধরে নগরবাসী পুলিশ ও কেসিসি কর্তৃপক্ষকে অবহিত করে আসছেন। অবশেষে তাদের ঘুম ভাঙ্গল। তারা রবিবার সকালে নগরীর শীববাড়িমোড়ে অনিবন্ধিত ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। প্রথম দিনেই তারা ৩২টি ইজিবাইক আটক করে। পরে তা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। ৫০০ থেকে ১২শ’ টাকার মধ্যে এ জরিমানা করা হয়। যারা তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে পারেননি তাদের ইজিবাইক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পলিশ যৌথভাবে এ অভিযান পরিাচলনা করেন। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম বলেন, তারা অনেক দিন ধরে অবৈধ ইজিবাইকের ব্যাপারে অভিযোগ শুনে আসছিলেন। এ জন্য কর্তৃপক্ষের অনুমতি নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি কেএমপির ট্রাফিক বিভাগের সহায়তা চাওয়া হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার এ অভিযান পরিচালিত হয়। তবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান। অভিযানের ১ম দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো: জহিরুল ইসলাম, টিএসআই মো: রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান ও লাইসেন্স অফিসার শেখ দেলোয়ার হোসেনসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। কেসিসির আরেক কর্মচারি নুরুজ্জামান সুমন বলেন, অভিযানের পর নগরীতে যানজট কমেছে। ইজিবাইকের সংখ্যা অনেক কমে গেছে। অভিযানে প্রভাব ইজিবাইকে পড়েছে। এতে করে নগরবাসী কেসিসি ও কেএমপিকে ধন্যবাদ জানিয়েছে বলে তিনি জানান।