আজ খুলনায় বিচারক ও আইনজীবীদের মধ্যে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট

# সফল করতে সংবাদ সম্মেলন #
স্টাফ রিপোর্টারঃ আজ মঙ্গলবার বিকেল ৪টায় খুলনা জেলা ষ্টেডিয়ামে বিচারক ও আইনজীবীদের সাথে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা ষ্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শরীফ হোসাইন হায়দার, চীফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, যুগ্ম জেলা ও দায়রা জজ খুরশীদ আলম, সিনিয়র সহকারি জজ আক্তার হোসেনসহ মহানগর দায়র জজ, সহকর্মী বিচারক মন্ডলী, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এড. নুরুল হাসান রুবা, এড. মাহফুজুর রহমান মফিজসহ আইনজীবী বৃন্দ, আইনজীবী সমিতির ক্যাপ্টেন আবু নিকসন, বিচার বিভাগ, খুলনা একদাশ এবং জেলা আইনজীবী সমিতি, খুলনা একাদশের খেলোয়াড় বৃন্দ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।জেলা আইনজীবী সমিতির সাথে ভাল বোঝাপড়া, পারস্পরিক সৌহার্দ ও সম্প্রতি বৃদ্ধির লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়জন করা হয়েছে। এই আয়োজন যে এবারেই প্রথম তা নয় কিন্তু। অতীতেও জেলা আইনজীবী সমিতি এবং বিচার বিভাগ খুলনা প্রীতি ফুলবল ম্যাচ খেলেছে। তবে অতীতের আয়োজনগুল এতোটা আড়ম্বরপূর্ণ ছিল না। জেলা ও দায়রা আব্দুল আলীম আল রাকি এবং মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দারের নির্দেশনা এবং তত্বাবধানে এবারের ম্যাচটির হবে অতীতের যে কোন ম্যাচের চেয়ে আড়ম্বরপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতামূলক। খেলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক। তবে এবারের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে টানটান উত্তেজন। দর্শকে পরিপূর্ণ থাকবে খুলনার এই স্টেডিয়াম। দর্শকদেরকে চমৎকার একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য উভয় দলই কিন্তু মাস খানেক আগ থেকে প্রস্তুতি শুরু করেছে। উভয় দলই অনেক আগ থেকে প্রাকটিস করে আসছে জেলা আইনজীবী সমিতি একাদশে কয়েকজন প্রফেসনাল খেলোয়াড় আছে। বিচার বিভাগ খুলনা একাদশে যে ২/১ জন প্রফেসনাল খেলায়াড় নেই সেটা কিন্তু বলার সুযোগ নেই। বিচার বিভাগ হারলেও জেলা আইনজীবী সমিতি একদাশকে মাঠে বিন্দুমাত্র ছাড় দিয়ে খেলবেনা। একইসাথে জেলা আইনজীবী সমিতি একাদশের প্রস্তুতি ও হাবভাব দেখে মনে হয় তারাও বিন্দু পরিমান ছাড় দিতে নারাজ। সব মিলে আজকের ম্যাচটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই খেলায় যে কোন একটি দলতো নিশ্চয়ই জিতবে, তবে সেই সাথে নান্দনিক ফুটবল খেলারও বিজয় হবে। স্টেডিয়ামের দক্ষিন পাশে জেলা আইনজীবী সমিতি এবং বিচার বিভাগ আলাদা আলাদা ২ টি প্যান্ডেল থাকবে। খুলনার জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, নির্বাহী প্রকৌশলীসহ খুলনার সকল কোর অফিসারকে এই খেলা উপভোগ করার জন্য আমন্ত্রন জানানো হয়েছে।মাঠে কোন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়লে জরুরী প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক চিকিৎসার সরঞ্জামাদিসহ মাঠে উপস্থিত থাকবে।খেলাটি দর্শকদের সামনে আরো উপভোগ্য করে তোলার জন্য মেট্রোপলিটন পুলিশ, খুলনার ব্যান্ড দলমাঠে উপস্থিত থাকবে। খেলায় একজন ধারাভাষ্যকার থাকবে। খেলার সর্বিক নিরাপত্তায় থাকবে খুলনা মেট্রোপলিটান পুলিশের একদল চৌকষ পুলিশ ফোর্স।