কর্তৃপক্ষের উদাসীনতায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে নানা সংকট ঃ আজ সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর অঞ্চলে নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ২০২০ সালে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল যাত্রা শুরু করে। মাত্র পাঁচ বছরের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় প্রতিষ্ঠানটি এলাকায় একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে। ২০২৪ ও ২০২৫ সালে পরপর দু’টি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিদ্যালয়টি শতভাগ পাসের গৌরব অর্জন করে। ২০২৫ সালে ৪৭ শতাংশ শিক্ষার্থী এচঅ–৫ এবং বাকি ৪৭ শতাংশ অ গ্রেড পাওয়ায় এলাকায় ব্যাপক প্রশংসা পায় বিদ্যালয়টি। সহশিক্ষা কার্যক্রম, জাতীয় দিবস পালন ও বিজ্ঞান অলিম্পিয়াডেও শিক্ষার্থীরা নিয়মিত সাফল্য অর্জন করছে। তবে সাফল্যের এই ধারার আড়ালে রয়েছে গভীর সংকট। পাঁচ বছর পার হলেও শিক্ষক-কর্মচারীরা নিয়োগশর্ত অনুযায়ী ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ কোনো সুবিধা পাচ্ছেন না। তীব্র শিক্ষক সংকট থাকা সত্ত্বেও পাঁচজন খ-কালীন শিক্ষক ও একজন অধ্যক্ষের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় প্রশাসনিক কর্মকা-ও স্থবির হয়ে পড়েছে। শিক্ষক আল আমিন জানান, “বর্তমান অধ্যক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো বাস্তব পদক্ষেপ নিচ্ছেন না।” এ বিষয়ে অধ্যক্ষ ও কেসিসির সচিব শরীফ আসিফ রহমান বলেন, সমস্যাগুলো সমাধানে প্রক্রিয়া চলছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক না থাকার কারণে আপাতত সমস্যা সমাধান সম্ভভ নয়। তবে এ নিয়ে আলোচনা চলছে বলে তিনি জানান। সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে এই প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠানটির অর্জন বিপন্ন হতে পারে-এমন আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। এদিকে এসব দাবি দাওয়া নিয়ে গত ১৯ অক্টোবর কেসিসির প্রশাসকের নিকট শিক্ষকরা দাবিনামা দাখিল করেছেন। অন্য দিকে এসব দাবিনামা নিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টায় শিক্ষকরা স্কুলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।