স্থানীয় সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে খালিশপুরে মশাল মিছিল

খবর বিজ্ঞপ্তি ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেফতারের দাবি সোমবার সন্ধ্যায় খালিশপুরে মশাল মিছিল বের করা হয়। খালিশপুর বাংলারমোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্লাটিনাম মিলগেটে গিয়ে শেষ হয়। মহানগর ছাত্রদলের নেতা আবু সালেহ শিমুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা নাজমুল, মারুফুর রহমান, সৈয়দ শাহজালাল, ইকরামুল, কাজী রায়হান, মীর সাদী, সিয়াম,মুন্না, সাফিন, ইসরাফিল, বাবু, লিমন, রতন প্রমূখ। মিছিলটি প্লাটিনাম মিল গেটে এক পথ সভায় বক্তারা বলেন, দেশের আইন শৃংখলা চরম অবনতি হয়েছে। কোথাও নিরাপত্তা নেই। এ জন্য আইন শৃংখলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানান।