খুলনা সড়ক বিভাগ ও কেএমপি ট্রাফিক বিভাগের সড়ক নিরাপত্তা দিবস ২৫ পালন

স্টাফ রিপোর্টার ঃ সড়ক নিরাপত্তা দিবস ২৫ উপলক্ষে নগরীতে খুলনা সড়ক বিভাগ ও খুলনা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় শিববাড়ি মোড়ে গাড়ি চালকদের সচেতনতামূলক বার্তা ও মোটরবাইক চালকদের হেলমেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক সার্কেল খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, কেএমপি ডিসি (ট্রাফিক বিভাগ) মোঃ সফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ (সওজ)খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ তালিমুল হক,সওজ (উপ- বিভাগ-১) উপ বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, সওজ(উপ-বিভাগ-১)উপসহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহাসহ ট্রাফিক বিভাগ কর্মকর্তা ও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এ সময় সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী মোঃ তালিমুল হক বলেন, নিরাপত্তা দিবস উপলক্ষে আমরা জনসচেতনতা মূলক কাজ হিসেবেই এই হেলমেট বিতরণ কর্মসূচি উদ্যোগ নিয়েছি। এ থেকে মোটরবাইক চালক যারা হেলমেট ছাড়া চালাচ্ছেন তারা দুর্ঘটনার স্বীকার হলে তারা দায়ী হবে। তবে হেলমেট পরে গাড়ি চালালে বড় ধরনের দুর্ঘটনার ঘটলে তাতে ক্ষতির সংখ্যা কম হবে।