স্থানীয় সংবাদ
আজ থেকে লঘুচাপ হতে পারে সেই সাথে নি¤œচাপের সম্ভবনা

স্টাফ রিপোর্টার : আজ থেকে লঘুচাপ হতে পারে সেই সাথে নি¤œ চাপের সম্ববনা বলে জানিয়েছেন খুলনা আবহাওয়া অধিদপ্তর। এছাড়া লঘুচাপ হওয়ার পর ৪৮ ঞন্টার মধ্যে নি¤œ চাপ হলে বাড়বে বৃষ্টি। এ দিকে গেল কয়েক দিন যাবৎ বাড়ছে তাপমাত্রা। গতকাল খুলনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশামিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে লঘুচাপ সৃষ্টি হতে পারে সেই দুদিন পর নি¤œ চাপ হওয়া সম।ববনা আছে। এখনও পযন্ত স্থানীয় কোন সংকেত দেখানো হয়নি।