স্থানীয় সংবাদ

সড়ক ও জনপদ বিভাগের মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ সাত দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় খুলনা সড়ক ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি গোলাম মোস্তফা রনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান, মোঃ ইদ্রিস আলী, সুব্রত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক শারমীন আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন মাস্টাররোল কর্মচারীদের দাবীর মধ্যে ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে, সওজ’র সকল মাস্টাররোল কর্মচারীদের ‘৩২১১১০৪- আনুষঙ্গিক প্রতিষ্ঠান’ কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে, সওজ’র সকল মাস্টারোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক অবিলম্বে রাজস্ব খাতে আনায়ন করতে হবে, ৩য় ও ৪র্থ শ্রেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, কর্মরত মাস্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা /২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে, সকল কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করতে হবে, অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ প্রণয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনায়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button