স্থানীয় সংবাদ

দৈনিক যশোর বার্তার সম্পাদককে হত্যার হুমকি জাগপার নেতার নিন্দা ও বিচার দাবি

যশোর ব্যুরো ঃ যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ শিহাব উদ্দীনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য,যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মোঃ নিজামদ্দিন অমিত। এক বিবৃতিতে তিনি বলেন,একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। তিনি অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিজামদ্দিন অমিত আরও বলেন,“আমরা সাংবাদিক সমাজের পাশে আছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনোভাবেই এই ধরনের হুমকি বরদাশত করা যায় না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button