ফুলতলায় ইসলামী ছাত্রশিবিরের সাথীদের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলতলা অঞ্চলের সাথীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, “ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। এত দিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের ওপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের ওপর সীমাবদ্ধ নয়, দেশবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের স্বাধীনতা-সার্বভৌত্বের জন্য হুমকি। তাদের দেশবিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।” তিনি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রসমাজের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে বলেন, “আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা পালন করে যাচ্ছে, তা আগামীর বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য খুবই আশাব্যঞ্জক! ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে ছাত্রশিবিরকে তাদের পাশে থাকার আহ্বান জানান।”
সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টায় ফুলতলা উপজেলা কার্যালয়ে ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির এর সভাপতিত্বে ও এইচ আরডি সম্পাদক হোসাইন আহম্মদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, শেখ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছাত্রশিবিরের খুলনা জেলা সেক্রেটারীয়েট সদস্য বোরহান হোসেন, ফুলতলা উপজেলা সভাপতি আব্দুর রহীম, ফুলতলা পশ্চিম সভাপতি ওয়ালিদ হাসান, খান জাহান আলী থানা সভাপতি ইমরান হোসেন, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খান জাহান আলী থানা আমীর ডা,. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, শেখ আলাউদ্দিন, নজরুল ইসলাম জমাদ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।
মাগরিব বাদ খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঠালতলা বাজারে অফিস উদ্বোধন করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কাঠালতলায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অবপ্রাপ্ত এসআই মাহবুবুর রহমান। পরে চাকুন্দিয়া বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মতিউর রহমান, হাফেজ আবু বকর সিদ্দিক, হাফেজ মঈন উদদীন, অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা রুহুল আমীন, এরশাদ আলী, মাওলানা রশিদুল ইসলাম, রবিউল ইসলাম বুলু, রাজিকুল ইসলাম প্রমুখ।