আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে —অধ্যাপক মাহফুজুর রহমান

# ৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মী চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, টেন্ডারবাজি করে না, অশ্লীল কাজের সাথে জড়িত থাকে না, তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিন। সব প্রতীক দেখা শেষ এবারের বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লার বাংলাদেশ। ক্ষুধা-দারিদ্রমুক্ত বৈষম্যমুক্ত বেকার মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে এবার সবাইকে ঐক্যবদ্ধভাবে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ জেগে উঠেছে। সাধারণ মানুষও এখন সচেতন। আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। সোমবার (২০ অক্টোবর) খুলনা-৩ আসনের দৌলতপুর থানার ৪ নং ওয়ার্ডের আসাদের মোড় থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
৪ নং ওয়ার্ড আমীর মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মো. সিরাজ হাওলাদার, আশরাফ হোসেন, রুবেল বন্দ, সবুজ বন্দ, কামরুল ইসলাম বন্দ, মো. নূর ইসলাম, তানভীর হোসেন, বেলাল হোসেন , কামরুল ইসলাম মোল্লা, জামিরুল ইসলাম, মনির, বাবু, শাহিন, আলম, শফিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই সংসদ সদস্য প্রার্থী বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের কাছে নারী-পুরুষের কোন বৈষম্য থাকবে না। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বৈষম্য থাকবে না। রাষ্ট্রের কাছে সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। অথচ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নানা রকম অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে। যতই অপপ্রচার ও ষড়যন্ত্র করা হোক, দুনিয়াবি কোনো শক্তি প্রয়োগ করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না।